ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় দু’পক্ষের সংঘর্ষে বিজিবি সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
শার্শায় দু’পক্ষের সংঘর্ষে বিজিবি সদস্য আহত

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রামে চোরাচালান ঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আসলাম (৪০) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা ৭টায় অগ্রভুলোট বাজারে এ ঘটনা ঘটে।



আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অগ্রভুলোট গ্রামের আওয়ামী লীগ নেতা তবিবর মেম্বার ও আওয়ামী লীগ নেতা আওরসের সমর্থকদের মধ্যে চোরাচালান ঘাট দখল নিয়ে সন্ধ্যায় সংঘর্ষ হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে তা থামানোর চেষ্টা করে।

এ সময় চোরাচালানীদের ধারালো অস্ত্রের আঘাতে  বিজিবি সদস্য আসলামের মাথা ফেটে গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।