লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের আমঝোল ছোড়াখাতা গ্রামের মুকুন্দ দাসের ছেলে শিপন দাস (১১) ও টেক্কা মন্ডলের ছেলে জেনারুল ইসলাম (১৯)।
ৠাব- ১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কালুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫