ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ৪৩ নকল এলপি গ্যাস সিলিন্ডার জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
চান্দিনায় ৪৩ নকল এলপি গ্যাস সিলিন্ডার জব্দ ছবি: ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় উপজেলায় একটি পিকআপ ভ্যানভর্তি নকল এলপি গ্যাসের ৪৩টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বাড়েরা বাজার থেকে এ নকল গ্যাস সিলিন্ডারগুলো জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এক শ্রেণির প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বসুন্ধরা এলপি গ্যাসের নামে বিভিন্ন স্থানে এসব নকল গ্যাস সরবরাহ করে আসছিল।

বসুন্ধরা এলপি গ্যাসের কুমিল্লা জেলা পরিবেশক উজ্জ্বল ট্রেডার্সের স্বত্বাধিকারী উজ্জ্বল দেব জানান, দীর্ঘদিন ধরে একটি প্রতারকচক্র গ্যাস সিলিন্ডারের গায়ে বসুন্ধরা এলপি গ্যাস লেখা ও লোগো হুবহু নকল করে বসুন্ধরা গ্যাস সিলিন্ডার সরবরাহ করে চলছে। এতে এ অঞ্চলে প্রকৃত বসুন্ধরা গ্যাসের সিলিন্ডার সরবরাহ কমে আসে।

তিনি জানান, কুমিল্লার শাসনগাছা এলাকার শাহজালাল নামে এক ব্যক্তি ম্যাকরো ট্রেডিংয়ের নামে বসন্ধুরা কোম্পানির নকল এলপি গ্যাস সরবরাহ করে আসছিল।

কয়েক মাস আগে তাকে বুড়িচং উপজেলায় আটক করে থানায় মামলা করলেও থেমে নেই তাদের দৌরাত্ম।

দীর্ঘদিন একইভাবে চলতে থাকায় নয়ন দাস নামে বসুন্ধরার এক বিক্রয় প্রতিনিধি চান্দিনা উপজেলা এলাকায় ৪০টি গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার পর সব দোকানদার জানান, কিছুক্ষণ আগে বসুন্ধরা গ্যাস দিয়ে গেছে। পরে নয়ন ওই ব্যক্তির পিছু নিয়ে উপজেলার বাড়েরা বাজারে গিয়ে তাকে আটক করেন।

নয়ন জানান, তিনি বাড়েরা বাজারে তাদের পিকআপ ভ্যানের সামনে যাওয়ার পর ওই ভুয়া ডিস্ট্রিবিউটররা পিকআপ ভ্যান ফেলেই পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ৪৩টি নকল বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার জব্দ করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ নকল গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় সূত্র জানিয়েছে,  বসুন্ধরার এলপি গ্যাসের জনপ্রিয়তাকে পুঁজি করে দীর্ঘদিন ধরেই ওই অসাধুচক্র বসুন্ধরা এলপি গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করে তাতে নকল এলপি গ্যাস ভরে কম দামে বিক্রি করে আসছে। এতে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডারে নকল গ্যাস ভরে ওজনে কম দিয়ে ২০০ টাকা কমে বিক্রি করতো অসাধুচক্রটি।

এরআগে গত ৮ ডিসেম্বর বুড়িচং উপজেলায় বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডারে নকল এলপি গ্যাস ভরে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৩০টি সিলিন্ডারসহ একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ।

সে সময় ওই নকল এলপি গ্যাসের মালিক, পিকআপ ভ্যানের চালকসহ তিনজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।