সাটুরিয়া (মানিকগঞ্জ): ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জগামী লাকড়ীবাহী একটি ট্রাকে আগুন লেগে চালক ও হেলপার দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-ট্রাকের চালক ইকবাল হোসেন (৩২) ও হেলপার সুমন হোসেন (২০)। এ সময় তাদের সঙ্গে থাকা লাকড়ীর মালিক আবুল হোসেন অক্ষত আছেন।
চালক ইকবাল হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথরা এলাকার বাদশা মিয়ার ছেলে এবং হেলপার সুমন হোসেন একই এলাকার কেদরী মিয়ার ছেলে।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে মানিকগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ভোরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, পেট্টোল বোমা নিক্ষেপের ফলেই ট্রাকটিতে আগুন ধরে যায়।
মানিকগঞ্জ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে ফায়ারম্যান সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ট্রাকটিতে কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫/আপডেট: ১৩০১ ঘণ্টা