ঢাকা: বিশ্বকাপের এগারোতম আসরের প্রথম চার ম্যাচে ৬৭.৫০ গড়ে করেছেন ২৭৮ রান। শতভাগ স্ট্রাইক রেটে করা চার ম্যাচে রয়েছে একটি শতক ও দু’টি অর্ধশত।
ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, হাশিম আমলারা বিশ্বকাপের এবারের আসরের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় থাকলেও তাদের ছাপিয়ে গেছেন শাইমান।
১৯৯৬ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া দলটি সে বছর দলীয় পারফরম্যান্সে দর্শকদের মন কাড়তে পারেনি। এবারের বিশ্বকাপ শুরুর আগেও আলোচনায় ছিলনা কোনো খেলোয়াড়। আর ক’জনই চিনতেন শাইমানকে। তবে এমন পারফরম্যান্সের পর অনেকেই ১১ সদস্যের টিমে রাখতে চাইবেন তাকে।
এখন পর্যন্ত চার ম্যাচ খেলা শাইমান ৬৭.৫০ গড়ে করেছেন ২৭৮ রান, যা বিশ্বকাপের এবারের আসরের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি শতক ছাড়াও পাকিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে রয়েছে দু’টি অর্ধশতক।
ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত শাইমান ছক্কা হাঁকাতে বেশ পারদর্শী। তবে কৈশরে পছন্দ করতেন ভারতীয় ব্যাটিং তারকা ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের ব্যাটিং।
শিয়ালকোটের এ কৃতি সন্তান পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটে পা রাখেন। তবে ২০০৭ সালে শিপিং কোম্পানির চাকরির সুবাদে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাত। পেশা থেকে অর্থ উপার্জন হলেও মনের ক্ষুধা মেটেনি। তবে ‘ক্ষুধা’ মেটানোর সুযোগ এনে দেয় কর্মরত প্রতিষ্ঠানের ক্রিকেট একাডেমি।
এরপর আর ফিরে তাকাতে হয়নি শাইমানকে। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ডাক পান ইউএই জাতীয় ক্রিকেট দলে। ১ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় এ ব্যাটিং ‘প্রিন্সের’। যদিও ওই ম্যাচে মাত্র তিন রান করেন তিনি।
প্রথম ছয় ম্যাচে সর্বোচ্চ ২৬ রানে করেন মোট ৭৮। তবে বিশ্বকাপে খেলার সুযোগ দু’হাতেই লুফে নিয়েছেন শাইমান।
বিশ্বকাপে দলটি কতদূর এগিয়ে যাবে তা বলা না গেলেও, ভিন্ন কিছুর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি ঠিকই লিখে নিতে পারবেন শাইমান আনোয়ার। এমনটাই প্রত্যাশা ভক্তদের।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫