ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় বিজয় সরকার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল পৌনে আটটার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডে হানিফ কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত বিজয় সরকার শহরের কিশোর লাইব্রেরির স্বত্ত্বাধিকারী ও গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের ঠাকুরবাড়ি-ঐক্যপাড়ার বিরেন্দ্রনাথ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বিজয় সরকার মহাসড়ক পার হাচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটগামী সুতাবাহী একটি ট্রাক (ঢাকা মেট্র ট- ১৬০০৬৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় সরকারের মৃত্যু হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।