ঢাকা: রাজধানীর লালবাগে হাসান বিল্লাহ তাসরিফ (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গুলিবিদ্ধ অবস্থায় তাসরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালবাগ থানার ইন্সপেক্টর তদন্ত পরিতোষ চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইন্সপেক্টর তদন্ত পরিতোষ চন্দ্র আগে ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে জানালেও পরে ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানান।
তিনি বলেন, লালবাগের রিয়াজ উদ্দিন রোডে আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্টের আরাফাত ট্রেডিং নামে পরিবেশক রয়েছে। তাসরিফ আরাফাত ট্রেডিংয়ে একাউন্ট অফিসার হিসেবে কাজ করতেন। সকালে বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় কয়েক ছিনতাইকারী তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫/আপডেট ১১৩৫ ঘণ্টা