গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
রিটার্নিং অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক জানান, উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আহসানুল করিম চাঁদ (প্রতীক-চামচ), আব্দুল্লাহ আল মামুন (প্রতীক-নারিকেল গাছ), মাসুদ-উল-ইসলাম চঞ্চল (প্রতীক-মোবাইল ফোন), গোলাম আহসান হাবীব মাসুদ (প্রতীক-রেল ইঞ্জিন) ও মশিয়ার রহমান (প্রতীক-জগ)।
তিনি আরো জানান, পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে ৩৬টি বুথে ১২ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৯৯ ও নারী ভোটার ছয় হাজার ২১১ জন।
ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বেস্টনিসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১৪ জন করে আনসার, দু’জন কর্মকর্তাসহ ছয়জন করে পুলিশ, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা টহল দিচ্ছে।
চার পুলিশ হত্যাসহ একাধিক মামলা ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ১ অক্টোবর সুন্দরগঞ্জ পৌর চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক সাজুকে বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে প্যানেল মেয়র হিসেবে লুৎফর রহমান মুক্তাকে দায়িত্ব দিলে পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫