বগুড়া: ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে বুধবার (০৪ মার্চ) বগুড়া থেকে দূরপাল্লার যান চলাচল অস্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে তা স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর ৬টা থেকে কিছু লোকাল ও সিটি সার্ভিস বাস বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বেলা পৌনে ১২টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া আন্তঃজেলা বাস টার্মিনাল এবং চারমাথা আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে এসব চিত্র দেখা গেছে।
এসআর ট্রাভেলস, শ্যামলী পরিবহণ, টিআর ট্রাভেলস, একতা পরিবহণ, হানিফ পরিবহণসহ কয়েকটি টিকিট কাউন্টার থেকে জানানো হয়, বুধবার (০৪ মার্চ) বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া গ্রেফতার হলে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, তাই তারা সেদিন বগুড়া থেকে ঢাকামুখি গাড়ি চলাচল বন্ধ রাখেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় পুনরায় তারা বাস চলাচল শুরু করেছেন।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল মোর্শেদ আপেল বাংলানিউজকে বলেন, বুধবার খালেদা জিয়ার বিষয়ে একটি সিদ্ধান্ত হওয়ার আশঙ্কায় ঢাকামুখি প্রথম ও দ্বিতীয় সারির বাসড়িগুলো বগুড়া ছেড়ে যায়নি। তবে দুপুর পর থেকে চারমাথা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে লোকাল কিছু বাস চলাচল করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় মালিকরা বাস চালাচ্ছেন। শ্রমিকরাও তাদের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫