ঢাকা: আগামী ৩ বছরে বিনামূল্যে ২৩ হাজার দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থান করা হবে। সরকারের এই প্রকল্পে সহায়তা করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বৃহস্পতিবার কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেসিস সভাপতি শামীম আহসান।
আগামী এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে ল্যাব প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ দেওয়া হবে। এ বছর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এবং পরবর্তীতে ৫টি বিভাগীয় শহরে প্রশিক্ষণ শুরু হবে।
প্রথম বছর ৫ হাজার, পরবর্তী ২ বছরে ৯ হাজার জনকে প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতি মাসে ৩ হাজার ১৫০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
অর্থমন্ত্রণালয়ের অধীনে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি প্রশিক্ষণার্থী ৩৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
আবেদনের পদ্ধতি বেসিস (basis.org.bd) ও বিআইটিএম (bitm.org.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিন করা হবে।
এতে ওয়েব ডিজাইন, ক্লাউড ম্যানেজমেন্ট, ইংলিশ ট্রেনিং, বিজনেস কমিউনিকেশনসহ ১২টি কোর্স করানো হবে। প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।
অর্থ বিভাগের যুগ্ম সচিব আবদুর রউফ তালুকদার বলেন, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রাথমিক কাজে সফল হলেও পরবর্তীতে আরও প্রায় ৮ হাজার কোটি টাকার ফান্ড পাওয়া যাবে।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জালাল আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, বেসিস কোষাধ্যক্ষ ও বিআইটিএমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ ইমরাউল কায়ীশ।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫