নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচতল গ্রামে অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি হারুন উর রশিদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, বুধবার গভীররাতে বারাইচতল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন স্থানীয় আবুল খায়েরের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার শীর্ষ সন্ত্রাসী হারুনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, হারুনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫