ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ফরিদপুর: জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে উভয় দলের আরো ১০ জন আহত হন।



সংঘর্ষে আহতরা হলেন- আইয়ুব আলী (৩২), ওয়াহাব (৪৫), রুকু শেখ (৩০), আবেদ আলী (৩৭) ও সম্রাট শেখসহ (২৫) উভয় গ্রুপের ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত সবার নাম জানান যায়নি।
 
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউষখালী গ্রামের জবেদ আলীর সঙ্গে তার চাচাতো ভাই জলিল শেখ ও খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে জবেদ আলী সঙ্গে খলিলের কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ভেলার কোপে জাবেদ আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষে গুরুতর আহত জবেদ আলী মুকসুদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তবে এ ঘটনায় সালথা থানায় মামলা দায়ের হবে বলে জানান ওসি বেলায়েত হোসেন।

নিহত কৃষক জাবেদ আলী বাউষখালী গ্রামের মৃত কোহেল উদ্দীনের ছেলে।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।