সিলেট: সিলেট মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকায় গৃহবধূকে মারপিট করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে এক ডাকাতদল।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোররাত সাড়ে ৩ টার দিকে মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকার ১০/৪ কেএম ব্রাদার্স ভিলায় ডাকাতির এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আব্দুল মতিন বাংলানিউজকে জানান, স্ত্রী ও দুই সন্তানকে বাসায় রেখে পাথর ব্যবসায়ীর কাজে বুধবার (০৪ মার্চ) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে যান তিনি। ভোররাতে বাসার পেছনের জানালা ও গ্রিল কেটে মুখোশধারী ডাকাতরা বাসায় ঢুকে।
তিনি বলেন, ডাকাতরা বাসায় ঢোকে আমার স্ত্রী সায়মা বেগমের কাছে আলমারির চাবি চান। তিনি চাবি দিতে অপরাগতা প্রকাশ করলে ডাকাতরা রেঞ্চ দিয়ে তার স্ত্রীর মুখে আঘাত করে এবং আলমিরা ভেঙে নগদ দুই লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যান।
ডাকাতদের হামলায় আহত গৃহবধু সায়মা বেগমকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাটি ডাকাতি নয়, দুঃসাহসিক চুরি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫