যশোর: যশোর সদর উপজেলার ভায়না-মণ্ডলপাড়া গ্রামে সালিশ বৈঠক চলাকালে রাধা রানী মণ্ডল (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কার্ত্তিক মণ্ডলের স্ত্রী।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত কার্ত্তিক মণ্ডল, মনি শংকর, মনোরঞ্জন ও দেবু হাসপাতালে চিকিৎসাধীন।
রাধা রানী মণ্ডলের ছেলে আহত মনি শংকর মণ্ডল বাংলানিউজকে বলেন, এলাকার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে সালিশ বৈঠক বসে। এ সময় উত্তেজিত হয়ে স্থানীয় বিকাশ, ভবেন, তুষার, দীপঙ্কর, বিভিষন, দেবে ও তপনসহ একটি গ্রুপ লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত রাধা রানী রায়কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য দুইজনকে থানায় আনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫