ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পিকেএসএফ সদস্য পদে পুনঃনিয়োগ পেলেন বেরোবি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
পিকেএসএফ সদস্য পদে পুনঃনিয়োগ পেলেন বেরোবি উপাচার্য

রংপুর: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কেএম নূর-উন-নবীকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

বৃস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশবিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে গত ০২ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উক্ত পদে অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী এর বর্তমান নিয়োগের মেয়াদ সমাপনান্তে ০৭ মার্চ ২০১৫ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।