ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে সমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে সমন আহমেদ শরীফ

ঢাকা: চেক প্রতারণার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ সমন জারি করেন।



বাদীপক্ষের আইনজীবী শামসুল ইসলাম আকন্দ সমন জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে ১ লাখ ৬৭ হাজার টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় জনৈক মোশারফ হোসেন সুমন ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, আহমেদ শরীফ বাদী সুমনের পাওনা টাকা পরিশোধের জন্য গত বছরের ৩০ এপ্রিল তারিখের একটি চেক দেন।

বাদী চেকটি নগদায়নের জন্য একাধিকবার ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হয়।

বাদী বিষয়টি আহমেদ শরীফকে জানালে তিনি টাকার পরিশোধের কোন পদক্ষেপ নেননি মর্মে মামলায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।