ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বগি লাইনচ্যুত হওয়ায় উপকূল এক্সপ্রেসের যাত্রা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বগি লাইনচ্যুত হওয়ায় উপকূল এক্সপ্রেসের যাত্রা বাতিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বগি  লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী  থেকে ঢাকাগামী  উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এই ট্রেনের যাত্রীদের সিলেট থেকে আসা ঢাকাগামী  আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হয়েছে।



এর আগে বেলা পৌনে ১১টায় দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার  মহিদুর রহমান জানান, আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দুপুর ১টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে।

দুর্ঘটনা কবলিত উপকূল এক্সপ্রেসের লাইনচ্যুত ছয় বগি উদ্ধারে দেরি হবে। তাই কালনী ট্রেনের  ব্রাহ্মণবাড়িয়ায়  যাত্রাবিরতি না থাকলেও এটি থামিয়ে উপকূলের যাত্রীদের  তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।