ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় দরকার অর্থ-যন্ত্রপাতি-লোকবল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
‘সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় দরকার অর্থ-যন্ত্রপাতি-লোকবল’

ঢাকা: রাজধানী ঢাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য অর্থ, যন্ত্রপাতি এবং লোকবল বৃদ্ধি প্রয়োজন বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মন।

তিনি বলেন, এসব সুযোগ-সুবিধা না থাকায় করপোরেশন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারলেও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কারণে ঢাকা শহরে স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত হচ্ছে, আগামীতে আরো হবে।



বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বারিধারায় নাসেন্ট গার্ডেনিয়া হোটেলে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘দক্ষিণ এশিয়ার বর্জ্য ব্যবস্থাপনাকে শূন্যে নামিয়ে আনা’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. রাখাল চন্দ্র বর্মন বলেন, ‘বর্জ্য উৎপাদন হ্রাস, সুষ্ঠু ও পরিকল্পিত উপায়ে বর্জ্য সংগ্রহও অপসারন বর্জ্য ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য দিক। অপরিকল্পিত উপায়ে গড়ে উঠা শহরে বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্খিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়ে উঠে না। এ জন্য অর্থ, যন্ত্রপাতি এবং লোকবল বৃদ্ধি প্রয়োজন হয়। এসব সুযোগ সুবিধার অভাবে এ ক্ষেত্রে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ’
 
তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আমরা ঢাকা শহরে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এগিয়ে নিচ্ছি। বর্জ্য হ্রাস ও পুনঃপ্রকৃয়াজাত করণে  এটি একটি উল্লেখযোগ্য দিক।

সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একটি নীতি প্রণীত হয়েছে। এর আওতায় বর্জ্য হ্রাস ও পুনঃপ্রক্রিয়াজাত করণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বর্জ্য অপসারণে মানুষের মধ্যে এরই মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে দাবি করে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ও প্রকল্প পরিচালক ড. তারেক বিন ইউসূফ বলেন, বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি ও বনানী সোসাইটি আমাদেরকে সহযোগিতা করছে। এটা আমাদের বড় পাওয়া। ’

তিনি জানান, গত তিন বছর ধরে বাস্তবায়নাধীন এ প্রকল্পে বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, এবং শ্রীলঙ্কা অংশ নিয়েছে।

এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও এর আশপাশের পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।
  
কর্মশালায় আরো বক্তব্য দেন- ডিএনসিসি সচিব আবু সাইদ শেখ, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল গাজী ফিরোজ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর টিএম নুরুল আমিন, বিইউটি ইউনিভার্সিসিটির অধ্যাপক মো. আশরাফ আলী, জাইকার কানো সুতোশি (kano tsutyoshi), ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, তরুণ উদ্যোক্তা শাহ আলাফাত প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।