খুলনা: খুলনার দাকোপ উপজেলার নদী ভাঙন রোধে টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহষ্পতিবার (০৫ মার্চ) খুলনা প্রেসক্লাবে দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি দাকোপ উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক অসিত সরকার।
তিনি বলেন, দাকোপ উপজেলা নদী বেষ্টিত ৩টি ফোল্ডারে বিভক্ত। ফোল্ডার তিনটি হলো ৩১, ৩২ ও ৩৩ । তিনটি ফোল্ডারই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। প্রত্যেক বছর তিনটি ফোল্ডারেই একাধিক স্থানে ওয়াপদার বাঁধ ভেঙে প্লাবিত হয়। ফলে কৃষি ফসলসহ ঘর-বাড়ি গবাদি পশু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, ২০০৯ সালে ২৫ মে ঘূর্নিঝড় আইলার আঘাতে ৩২ নং ফোল্ডারের সুতারখালী ও কামার খোলা ইউনিয়ন দুটি প্লাবিত হয়। ৩১ নং ফোল্ডারের তিলডাংগা ইউনিয়ন প্লাবিত হয়। তবে দ্রুত বাঁধ মেরামতের কারণে ক্ষতির পরিমাণ কম হয়। ৩২ নং ফোল্ডারের দুটি ইউনিয়ন পুরো দুইবছর পানির নিচে থাকে। মানুষ অবর্ননীয় দুঃখ-কষ্টের মধ্যে জীবন যাপন করে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মানুষের বসবাসের উপযোগী হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতি বছর জোয়ারের পানির উচ্চতা বেড়ে চলেছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন লবণ পানিতে অপরিকল্পিত চিংড়ি চাষের ফলে, পাউবোর বাঁধ প্রভাবশালী চিংড়ি চাষীরা অবৈধভাবে যত্রতত্র কর্তন করার কারনে এবং পাইপ বসানোর ফলে নদী ভাঙন সৃষ্টি হয়।
এ অবস্থায় অবিলম্বে দাকোপে নদী ভাঙন রোধ করে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫