কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া গ্রামের মোল্লা বাড়ির মোড় থেকে আ. জলিল (৬৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১২টায় মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে সাতটায় আ. জলিল বাড়ি থেকে বের হয়ে উপজেলার ছিলামপুর গ্রামে বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে নবীপুর গ্রামের বড় মেয়ে পারভীনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
কিন্তু রাতে জলিল আর বাড়ি ফেরেননি। পরে সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে মোল্লা বাড়ির মোড়ে স্থানীয়রা জলিলের ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, জলিলকে রাতে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তদন্ত চলছে।
নিহত জলিলের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫