ঢাকা: হোসাইন জাকির ছিলেন একজন সৎ, নির্লোভ ও পেশাদার সাংবাদিক। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পেশাদার সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকা আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা এ কথা বলেন।
সংগঠনটির সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গিরের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির
সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী, ডিইউজের সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মোশতাক, ডিআরইউ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, নির্বাহী সদস্য কামাল উদ্দিন সুমন, সাংবাদিক হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন, সাংবাদিক সুভাস চন্দ্র বাদল, শিলাব্রত বড়–য়া, মিজবাহ উদ্দিন জঙ্গি, এম ওয়াহিদুল্লাহ, শাহীন ইসলাম চৌধুরী, অনুপ খাস্তগির, মোস্তফা কামাল, মৃণাল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, হোসাইন জাকির শুধু একজন সৎ, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক ছিলেন না বরং তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পেশাদারি সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার অকালে চলে যাওয়া সংবাদ পত্র জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোনোদিন পুরণ হবার নয়। ’
শোকসভায় সাংবাদিক হোসাইন জাকিরের মৃত্যুতে শোক জ্ঞাপন এবং আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টৰ মার্চ ৫, ২০১৫