ধুনট (বগুড়া): বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালের প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ধুনট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্ট এলাকায় সামাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, ভিপি সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান আনছারী, মনোয়ার হোসেন লিটন, ফেরদৌস আলম শ্যামল, আব্দুল মজিদ মিল্টন ও শাহীন আলম।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘন্টা, মার্চ ৫, ২০১৫।