মাগুরা: দোলযাত্রা, পূজা অর্চনা আর আবির খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার মাগুরায় উদযাপিত হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা।
এ উপলক্ষে মাগুরা শহরের নিতাই গৌর গোপাল সেবাশ্রমসহ বিভিন্ন মন্দিরে রয়েছে নানা আনুষ্ঠানিকতা।
সকাল থেকে রাধা গোবিন্দের মূর্তি নিয়ে শোভাযাত্রা, পূজা অর্চনার মাধ্যমে দোলনায় রাধা কৃষ্ণের প্রতিমা স্থাপন ও আনন্দ সংকীর্তনের মধ্য দিয়ে চলে এ উৎসব। শত শত নারী পুরুষের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ।
এ সময় নানা বয়সের মানুষ একে অন্যকে আবির মাখিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন।
দোলযাত্রা সম্পর্কে মাগুরা নিতাই গৌর গোপাল সেবা আশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ মহারাজ বাংলানিউজকে জানান- ফাগুন মাসের পূর্ণিমার এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেন।
সেই থেকে পৃথিবীতে সব প্রকার অশুভের বিনাশে হলি উৎসবের প্রচলন শুরু হয়েছে। এর মাধ্যমে সব প্রকার অসুর বিনাশের মাধ্যমে শুভ শক্তির প্রকাশ হবে। এই আশায় সনাতন হিন্দু সম্প্রদায় প্রতিবছর এই তিথিতে পূজা অর্চনা, দোলযাত্রা ও হলি খেলার মধ্য দিয়ে এ তিথিটি উদযাপন করে আসছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫