বরিশাল: শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫২৯তম আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য হরিনাম সংকীর্ত্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) আয়োজনে নগরীর বিএম কলেজ রোডের শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি নগরীর নতুনবাজার, হাসপাতাল রোড, সদররোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মন্দির কমিটির কমিটির নেতৃবৃন্দসহ ভক্তরা অংশ নেন।
পরে মন্দিরে পূজা, অর্চনা, কীর্ত্তন, আরতি এবং ভোগ শেষে প্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘন্টা, মার্চ ৫, ২০১৫