ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ৪ ছবি : প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় পৃথক অভিযানে ফেনসিডিলসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

 

বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পের পাশের সড়ক থেকে পাঁচশ’ বোতল এবং দুপুরে গাংনী উপজেলা পরিষদ এলাকার একটি দোকান থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

 

আটক ব্যক্তিরা হলেন- রাজবাড়ি সদর উপজেলার পশ্চিম ভবদিয়া গ্রামের আলাউদ্দীন সর্দারের ছেলে মানিক সর্দার, শ্রীপুর গ্রামের শাহাজান মিয়ার ছেলে আনিস মহাম্মদ মিয়া, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের রমজান আলীর ছেলে সুমন আলী, গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজপাড়া এলাকার সমসের আলীর ছেলে সামিউল্লা।  

 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাংলানিউজকে জানান, ভোরে মাদক ব্যবসায়ীরা রতনপুর পুলিশ ফাঁড়ির অদূরে ফেনসিডিল নিয়ে পাচারের জন্য অপেক্ষা করছে -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।  

 

এ সময় মানিক, আনিস ও সুমন নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে পাঁচশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

 

গাংনী থানার উপ-পরির্দশক শংকর কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা পরিষদ এলাকার সামিউল্লার দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।  

 

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।