ঢাকা: সাম্প্রদায়িকতাবিরোধী লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (এফবিআই) চার সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পৌঁছানোর পর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বাধীন ডিবির তদন্ত কমিটির সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠকও করেছে প্রতিনিধি দলটি।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় (৪২) ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান। উন্নত চিকিৎসার জন্য বন্যাকে ঢামেক থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হত্যাকাণ্ড তদন্তে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল জানান, হত্যাকাণ্ড তদন্তে শিগগির এফবিআই প্রতিনিধি দল ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫