গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে আজিজার রহমান বাটকারু (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী বুলবুলি বেগম (৬৫) আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজিজার রহমান ডাকেরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজিজার রহমানের সঙ্গে প্রতিবেশী আমজাদ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে প্রতিপক্ষদের লোকজন জমির দখল নিতে গেলে আজিজার রহমান বাধা দেন। এসময় দখলদারদের এলোপাতাড়ি মারপিটে ঘটনাস্থলেই নিহত হন আজিজার। তাদের মারপিটে আজিজারের স্ত্রী বুলবুলি বেগম আহত হয়েছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫