ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ পিস স্বর্ণের বারসহ আবদুল কাদির নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রিয়াদ থেকে দেশে আসেন আবদুল কাদির। তার ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
জব্দ হওয়া স্বর্ণের মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫