বরিশাল: মুক্তমনা বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি০ দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির রিয়াজুল হক সুমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাসদের নারী নেত্রী মনিষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক ফয়সাল আহমেম্দ রানা, প্রেমা সরকার, আলাউদ্দিন শরীফ, মতিউর রহমান রিমন, নারী নেত্রী নুরজাহান বেগম ও সাংস্কৃতিক সংগঠক অপূর্ব গৌতম প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন- অভিজিৎ রায় একজন চিন্তাশীল বিজ্ঞান লেখক। শুধুমাত্র মতান্ধতার বশবর্তী হয়ে একদল অন্ধ মানুষ অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করেছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫