ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের সাথী সিনেমা হলের মালিক মিঞা আলাউদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল আল-মামুন ভূইয়া (রাশেদ) বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গত ২৭ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলোনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এক সংবাদ সম্মেলন করে। এতে আসামিরা বাদীকে উদ্দেশ্য করে বিবৃতি দেন। বিবৃতি তারা উল্লেখ করেন ‘হাতে গোনা দুই/তিনজন দেশ প্রেমহীন বেনিয়া স্বার্থান্বেসী ব্যক্তি-আমাদের চলচ্চিত্রই শুধু নয়, ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ধ্বংসের ষড়যন্ত্রের পাশাপাশি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বও ধ্বংসের ষড়যন্ত্র করছে। ’ যা ওইদিন বিভিন্ন ইলেক্ট্রনিক ও পরদিন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়।
আসামিদের দেওয়া উক্ত বিবৃত্তির মাধ্যমে বাদীর ১০ কোটি টাকার সুনাম ও খ্যাতি নষ্ট হয়েছে দাবি করে মামলাটি দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫