ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
শার্শায় বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় আটক ১০ ছবি : প্রতীকী

বেনাপোল (যশোর) : যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী অগ্রভুলোট বাজারে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আসলাম (৪০) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হওয়ার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৪ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর পর্যন্ত বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

 

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে অগ্রভুলোট এলাকার গরু চোরাচালান ঘাট দখল করা নিয়ে আওয়ামী লীগ নেতা আওরস এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা তবিবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। একপর্যায়ে চোরাকারবারীদের ধারালো অস্ত্রের আঘাতে  বিজিবি সদস্য আসলামের মাথা ফেটে যায়।  

 

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

 

খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

 

এদিকে, অগ্রভুলোট অঞ্চলের প্রায় ৭০ শতাংশ মানুষ কম বেশি চোরাচালানের সঙ্গে জড়িত। এজন্য আটক আতঙ্কে অনেকেই ঘরছাড়া হয়েছে বলে জানা গেছে।

 

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।