মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিম করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
নাশকতা রোধ ও নাশকতায় আক্রান্তদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি-৪৬) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাসিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ সাইদুল হক, মেজর সাহেদ মেহের, চায়ের দেশ সম্পাদক গোপাল দেব চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্ত্তী ও পরিবহন শ্রমিক নেতা মো. ময়না মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫