ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’টি বসত ঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মঠবাড়ি গ্রামের মৃত ফজলে আলী খানের স্ত্রী জেলবান বেগম (৭৫), ছেলে জলিল খান (৪০), কামরুল খান (৩৫), তার স্ত্রী শারমিন আক্তার (২৭), দেড় বছর বয়সী মেয়ে ছনিয়া, রহমান হোসেন (২৫) ও মৃত আফসের আলী খানের ছেলে লিয়াকত আলী (৫৬)। তাদের মধ্যে কামরুল, জেলবান, শারমিন, ছনিয়া ও লিয়াকতকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জলিল খান অভিযোগ করে বলেন, পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে স্থাপিত বসতঘরে প্রতিপক্ষ লিয়াকত ও রিয়াজ খানের নেতৃত্বে সাউথপুর, হাইলাকাঠি ও মঠবাড়ির ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দু’টি ঘরে ভাঙচুর চালায় প্রতিপক্ষরা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫