ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে দুই ভ‍ুয়া ডিবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
টঙ্গীতে দুই ভ‍ুয়া ডিবি সদস্য আটক প্রতীকী

গাজীপুর: টঙ্গীতে গ্রেফতারের ভয় দেখিয়ে ৬ লাখ টাকা হ‍াতিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই ভুয়া সদস্য।

বৃহস্পতিবার (০৫ মার্চ)  বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর মধুমিতা রোড থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে হাতকড়া, বিচারক, আইনজীবী ও সাংবাদিক লেখা একাধিক স্টিকারসহ একটি নোহা মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

আটক সোহেল রানা (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩২) রাজধানী মিরপুরের
বাসিন্দা।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, একটি নোহা মাইক্রেবাসযোগে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মধুমিতা রোডে এক ব্যবসায়ীকে আটক করে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।

এরপর বিভিন্ন বিকাশ ও ফ্ল্যাক্সিলোড এজেন্টদের কাছ থেকেও টাকা তুলতে যায় তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ভ‍ুয়া ডিবিদের ধাওয়া করে তাদের ব্যবহৃত গাড়িটি আটক করা হয়। এসময় ওই দুইজন ভুয়া ডিবির সদস্য আটক হন। বাকি দুইজন পালিয়ে যান।

পুলিশ আরো জানান, জব্দ হওয়া গাড়ি থেকে হাতকড়া, পুলিশ, সাংবাদিক, বিচারক, আইনজীবী লেখা বেশ কিছু স্টিকার উদ্ধার করা হয়।

এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।