ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

শান্তির নগরী প্রতিষ্ঠায় কাজ করছে ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
শান্তির নগরী প্রতিষ্ঠায় কাজ করছে ডিএমপি ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীকে নিরাপদ ও শান্তির নগরী প্রতিষ্ঠায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি।



আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকাকে নিরাপদ শহর প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে ডিএমপি। রাতদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নগরবাসীর নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন।

একই সঙ্গে যুযোপযোগী তথ্য-প্রযুক্তি ব্যবহার করে, পুলিশিংকে বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ২০১৪ সালে ডিএমপির বিভিন্ন থানায় মোট ১৯ হাজার ৪০৭টি মামলা হয়েছে। এরমধ্যে ৭৭ শতাংশ মামলারই চার্জশিট দাখিল করা হয়েছে।

এছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, অপরাধী গ্রেফতার এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিপুল পরিমাণ ‍সরঞ্জামাদি জব্ধ করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিচালক (আইজিপি) একেএম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা. মার্চ ০৫, ২০১৫

** ‘অভিজিতের খুনিদের শিগগির আইনের ‍আওতায় আনা হবে’

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।