ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট নগরীতে বেবিশপে হামলা-ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
সিলেট নগরীতে বেবিশপে হামলা-ভাংচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট নগরীর কুমারপাড়ায় শিশুদের বস্ত্র বিপণনকারী প্রতিষ্ঠান বেবিশপে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে শো-রুমের গ্লাস ভাংচুর করে।



বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ ও হরতালের সমর্থনে যুবকরা আট থেকে ১০টি মোটর সাইকেলে মিছিল বের করে। এসময় তারা বেবিশপে হামলা চালায়।

বেবিশপের ব্যবস্থাপক আতাউর রহমান বাংলানিউজকে বলেন, হামলকারীরা মোটর সাইকেলে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে শো-রুমের গ্লাস ভাংচুর করে। তবে হামলার ঘটনায় কেউ আহত হননি।

সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে ক্ষয়ক্ষতি বলতে শো-রুমের গ্লাস ভাংচুর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।