ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ছড়া উৎসব ও লোকজ মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
কিশোরগঞ্জে ছড়া উৎসব ও লোকজ মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: ছড়ার দেশে ছড়ার ছন্দে, এসো মিলি মহানন্দে - এ স্লোগানে শুরু হয়েছে ১১তম ‘কিশোরগঞ্জ ছড়া উৎসব ও লোকজ মেলা’।  
 
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে কিশোরগঞ্জ প্রেসক্লাব চত্বরে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (০৭ মার্চ) পর্যন্ত।


 
সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন শিশু সাহিত্যিক, ছড়ালেখক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাই।

এর আগে, জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে, অনুষ্ঠান মঞ্চে শিশুদের ছড়া পরিবেশিত হয়।
 
এবারের ছড়া উৎসবে দেশের বিভিন্ন জেলার ছড়াকার ছাড়াও ভারতের কলকাতা থেকে দু’জন ছড়াকার অংশ নিয়েছেন। ছড়া উৎসব উপলক্ষে লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।