ঢাকা: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক ‘জাতীয় সংসদ জাদুঘর’ স্থাপনের পরিকল্পনা করছে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় বিষয়টি উত্থাপন করা হয়।
সভায় জাদুঘরের থিম কী হবে, কীভাবে তা উপস্থাপন করা হবে, উপস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, জাদুঘরের স্থান এবং স্থাপন কৌশল নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর পার্লামেন্ট ভবনকে কেন্দ্র করে এধরনের জাদুঘর রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের লোকসভায়ও একটি সমৃদ্ধ জাদুঘর আছে।
‘তাই বাংলাদেশ জাতীয় সংসদে যদি একটি জাদুঘর স্থাপন করা যায় তাহলে জাতীয় সংসদ আরও বেশি সমৃদ্ধ হবে,’—যোগ করেন তিনি।
মো. ফজলে রাব্বী মিয়া বলেন, জাদুঘর স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে সংসদ সদস্যসহ দেশি-বিদেশি দর্শনার্থীরা বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবে।
জাতীয় সংসদের স্পিকারের সম্মতিতে বিশেষজ্ঞ সদস্যদের নিয়ে জাদুঘর বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য ও প্রকৌশল বিভাগের প্রধান, বাংলা একাডেমির মহাপরিচালক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫