ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চার আইনে সহিংসতার বিচার শুরু শিগগিরই: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
চার আইনে সহিংসতার বিচার শুরু শিগগিরই: আইনমন্ত্রী ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ-হরতালের মধ্যে দেশব্যাপী সংঘটিত সহিংসতা ও নৃশংসতার বিচার শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিদ্যমান চারটি আইনের মাধ্যমে এসব অপরাধের বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী।


 
বৃহস্পতিবার দুপুরে (৫ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডস্থ নিবন্ধন পরিদপ্তরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী।
 
আইনমন্ত্রী বলেন, সহিংসতা ও সন্ত্রাস এর দ্রুত বিচার করার জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেই সব প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি।
 
তিনি বলেন, ‘দেশে আজ যে সন্ত্রাস ও নৃশংসতা হচ্ছে সেগুলো যে সব আইনের মধ্যে পড়ে সেগুলো হলো বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস প্রতিরোধ আইন, এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আইন।
 
এই চারটি আইনে মধ্যে সন্ত্রাস প্রতিরোধ আইন ছাড়া বাকি তিনটির জন্য যে ট্রাইব্যুনাল আছে, সেখানে যেন দ্রুত সময়ের মধ্যে এসব মামলার (সন্ত্রাস ও সহিংসতা) বিচার সম্পন্ন হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ’
 
তিনি বলেন, সন্ত্রাস প্রতিরোধ আইনে বিচারের জন্য একটি অ্যান্টি টেররিজম ট্রাইব্যুনালের প্রয়োজন হয়, সেই ট্রাইব্যুনাল এখনও গঠন করা হয়নি। তবে আইনে বলা আছে, যতক্ষণ পর্যন্ত ওই ট্রাইব্যুনাল গঠন করা না হবে, ততক্ষণ পর্যন্ত দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এ মামলার বিচার করতে পারবেন।
 
আইনমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে দায়রা জজদের কাছে চিঠি পাঠিয়েছি, তারা যেন একজন অতিরিক্ত দায়রা জজকে ক্ষমতা প্রদান করেন,  ‍যিনি অগ্রাধিকার ভিত্তিতে এ সব মামলার বিচার কাজ সম্পন্ন করতে পারবেন।
 
‘ইতিমধ্যে ঢাকায় এসব কয়েকটি মামলার বিচার কাজ শিগগির শুরু হতে যাচ্ছে, যেগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে। এই ধরনের সন্ত্রাসী মামলার বেশির ভাগই তদন্ত পর্যায়ে আছে। তদন্ত শেষে বিচারিক পর্যায়ে আসছে এবং বিচার কাজ দ্রুততার সাথে শেষ হবে। ’ যোগ করেন আইনমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।