রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মকবুল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড দেন।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ সদর এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মকবুল হোসেনকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মকবুল হোসেনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫