ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘অভিজিতের খুনিদের শিগগির আইনের ‍আওতায় আনা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
‘অভিজিতের খুনিদের শিগগির আইনের ‍আওতায় আনা হবে’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িতদের শিগগির গ্রেফতার করে আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ড তদন্তে আমরা অনেকখানি এগিয়েছি। ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে, বাকিদেরও আটক করা হবে।

 

সরকারের তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (এফবিআই) প্রতিনিধি দল প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন,  এফবিআই প্রতিনিধিরা আমাদের তদন্তে সহায়তা করতে এসেছেন। আশা করি খুব দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

 

অনুষ্ঠানে অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ প্রমুখ।

 

কেক কেটে উদ্বোধন হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

 

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।