রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মদ ঝন্টু।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশের অনশন ভাঙ্গিয়ে এ কথা বলেন তিনি।
তবে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশনস্থলে অবস্থান করবেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
এ সময় মেয়রের সাথে ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল হক, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবুল কাশেম, ২৮ নং ওয়ার্ড কমিশনার ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, নবীউল্লাহ পান্না, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান ময়না, আওয়ামী লীগ নেতা দিলশাদ ইসলাম মুকুল, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা জাকারিয়া আলম শিপলু, কারমাইকেল কলেজ ছাত্রলীগ সভাপতি রাফিউল ইসলাম রাফি।
মেয়র ঝন্টু বলেন, উপাচার্য প্রতিষ্ঠানেই থাকেন না, এ কারণে সবাই তার ওপর আগ্রহ হারিয়ে ফেলেছে। তাকে আর এই বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে না।
শিক্ষাবিদ ড. রেজাউল হক বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, সেশনজট নিরসন ও অবিলম্বে ভর্তি পরীক্ষা গ্রহণসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫