ভোলা: ভোলার তজুমদ্দিনে নিষেধাজ্ঞা সত্ত্বেও বরফ তৈরির দায়ে নয়ামিয়া নামে একটি বরফকলে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ জরিমানা আদায় করেন।
তজুমদ্দিন কোস্টগার্ড পেটি অফিসার ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, ইলিশের অভয়াশ্রমে নদীতে মাছ শিকার বন্ধ করার পাশাপাশি বরফকলে বরফ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদনের দায়ে জরিমানা করা হয়েছে। এ সময় ১৭৫পিস বরফ জব্দ করে কোস্টগার্ড।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫