ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার তজুমদ্দিনে বরফকলে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ভোলার তজুমদ্দিনে বরফকলে জরিমানা প্রতীকী

ভোলা: ভোলার তজুমদ্দিনে নিষেধাজ্ঞা সত্ত্বেও বরফ তৈরির দায়ে নয়ামিয়া নামে একটি বরফকলে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ জরিমানা আদায় করেন।



তজুমদ্দিন কোস্টগার্ড পেটি অফিসার ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, ইলিশের অভয়াশ্রমে নদীতে মাছ শিকার বন্ধ করার পাশাপাশি বরফকলে বরফ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদনের দায়ে জরিমানা করা হয়েছে। এ সময় ১৭৫পিস বরফ জব্দ করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।