ঢাকা: দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে রাজশাহীর নওহাটা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশটি গ্রহণ করে নিহত পৌর মেয়রের ছেলে ফয়সাল আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে গতকাল (বুধবার) মোহাম্মদপুর থানায় গিয়ে বাবার পরণের কাপড়-চোপড় দেখি। এরপরই নিশ্চিত হই-এটিই আমার বাবার লাশ।
‘আজ (বৃহস্পতিবার) বিকালে অ্যাম্বুলেন্সে বাবার লাশ নিয়ে গ্রামের বাড়ি নওহাটার উদ্দেশে রওনা দিয়েছি,’-- বলেন ফয়সাল।
যোগাযোগ করা হলে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে এর আগে লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল।
তবে সেটি রাজশাহী থেকে ঢাকায় কিংবা কীভাবে এসব ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গত বছরের ৩১ ডিসেম্বর রাজশাহী থেকে ঢাকা আসেন রাজশাহী নওহাটা পৌর মেয়র আব্দুল গফুর। এরপর চলতি বছরের ২ জানুয়ারি থেকে কোনো হদিস না পেয়ে স্থানীয় থানায় একটি মামলা করেন তার পরিবারের সদস্যরা।
এরপর ৪ জানুয়ারি ঢামেকে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের অগোচরে লাশটি ঢাকার আজিমপুর গোরস্থানে দাফন করেন নিহত গফুরের বোন পরিচয়দানকারী এক নারী।
তবে লাশটি কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।
পরবর্তীতে নিহত পৌর মেয়রের মোবাইল ট্রেকিং করে তিননারীকে গ্রেফতার করে পবা থানার পুলিশ।
আটক তিন নারীর তথ্যমতে, গত ২ মার্চ সোমবার আজিমপুর কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরে খবর পেয়ে মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকায় এসে থানায় বাবার পরিধেয় জামা-কাপড় দেখে আব্দুল গফুরের লাশ শনাক্ত করেন তার ছেলে ফয়সাল।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫
** নওহাটা মেয়রের মরদেহ ও তিন নারী!