রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মাদরাসা এলাকায় বুধবার (৪ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক সেলিম শেখও চলে গেলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুধবার নওগাঁর মহাদেবপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পিঠালিতলা এলাকার সেতাবুর রহমানের ছেলে সাহেব আলী (৪০)। পথে গোমস্তাপুর মাদরাসার মোড়ে হরতাল-অবরোধকারীদের পেট্রোল বোমা হামলার শিকার হন তিনি।
তার সঙ্গে দগ্ধ হন ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালমাছমারি এলাকার আলাউদ্দিনের ছেলে সেলিম শেখ (২৬), তার সহকারী একই জেলার শিবগঞ্জ উপজেলা এলাকার ওমর আলীর ছেলে ফিরোজ উদ্দিন (৩০)।
রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ট্রাক চালক সেলিমের শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেলিমকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫