ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে মাসুদ নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার পর ওই ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেলের স্প্রিন্টার সার্জেন্ট মাসুদের চোখে আঘাত করেছে।
তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
খবর পেয়ে আশপাশের এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫/ আপডেট ১৯৫৩ ঘণ্টা