ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সেলিম উদ্দিনের একান্ত সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় সেলিম বলেন, স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার একধাপ এগিয়ে গেল। এজন্য সমগ্র দেশবাসী আজ আনন্দিত। বাংলাদেশের টাইগাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এবারের বিশ্বকাপে সেরাটাই উপহার দেবে এটাই সবার প্রত্যাশা।
তিনি বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি ও দোয়া কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫