ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটকের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে রাজধানীর নয়া পল্টনে জামায়াতের আইনজীবীদের চেম্বার থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অপর আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
অ্যাডভোকেট তাজুলের স্ত্রীর বরাত দিয়ে অ্যাডভোকেট মনির শিশির মনির বাংলানিউজকে জানান, তাজুল তার স্ত্রীকে ফোনে জানিয়েছেন, তাকেসহ কয়েকজন জুনিয়রকে আটক করেছে পল্টন মডেল থানা পুলিশ। তাজুলের স্ত্রী আমাকে জানিয়েছেন।
জামায়াতের আইনজীবীদের চেম্বার নয়া পল্টনের সিটি হার্ট এর ১৫ তলায় দ্য ল' কাউন্সিলে। সেখানে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা বসে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের মামলা সংক্রান্ত কাজ করে থাকেন। এ চেম্বার থেকেই তাজুলকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলেও জানান অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
পল্টন মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটকের বিষয়টি অস্বীকার করেছে। থানায় কোনো সাংবাদিককেও প্রবেশ করতে দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫