ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুর স্টেশনে রেলের কর্মচারীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
কমলাপুর স্টেশনে রেলের কর্মচারীসহ আটক ২ ছবি : প্রতীকী

ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে রেলের কর্মচারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।



বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী জোনে কর্মরত ওয়েম্যান মো. সুরুজ মিয়া (২২) এবং তার সহযোগী ইকবাল হোসেন (২৮)।

তাদের গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে বলে জানায় রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক দুইজন ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রী। বিকেল পৌনে চারটার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনে থেকে নেমে বাইরে না গিয়ে প্লাটফর্মেই হাঁটাহাঁটি করছিলেন তারা।

গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এই দুইজনকে আটক করা হয় এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ১১১পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।