ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
খুলনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

খুলনা: জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার ( ৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।



ওই আদেশে বলা হয়, ‘এনামুল হকের বিরুদ্ধে দায়ের করা ৩টি মামলার চার্জশিট খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত হয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। সে কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। ’
 
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এনামুল হকের বিরুদ্ধে ঘের দখল, কুপিয়ে আহত করা এবং অপহরণের মামলা রয়েছে।
একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি গত বছর ১১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।